বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলাসহ মোট ১২টি উপজেলায় ৪২৪টি পূজা মণ্ডপে পাঁচদিনব্যাপী এই উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে পূজা-অর্চনা ও দেবীর প্রতি অঞ্জলি নিবেদন শেষে ভক্তরা চোখের জলে বিদায় জানান দেবী দুর্গাকে। ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। বিকেলে জেলার বিভিন্ন নদী, খাল ও জলাশয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
সুনামগঞ্জ পৌর শহরের ৪৯টি প্রতিমা নিয়ে ভক্তরা জড়ো হন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে। পরে একে একে সুরমা নদীতে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসনের ডিএলজি ও পৌর প্রশাসক মোহাম্মদ মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নিরাপত্তায় ছিল সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কড়া নজরদারি। ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ভক্তরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
হিন্দু শাস্ত্রমতে, মা দুর্গা কৈলাশ থেকে গজে চড়ে ধরাধামে আগমন করেন এবং দোলায় চড়ে পুনরায় কৈলাশে ফিরে যান। এই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতিবছর আয়োজন করা হয় শারদীয় দুর্গোৎসব।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছিল পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসব, যা আজ ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

