বিজেপির ডাকা ১২ ঘন্টার ধর্মঘট ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। ছাত্রদের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে এই কর্মসূচিতে ঘটেছে বিক্ষিপ্ত সহিংসতা।
ট্রেন, সড়ক অবরোধের পাশাপাশি, একাধিক জায়গায় ভাঙচুর চালিয়েছে বিজেপির নেতাকর্মীরা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার।
এর আগে আরজিকর মেডিকেলের ঘটনায়, মমতার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে রাজ্যের সচিবালয় অঞ্চল রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারীদের ঠেকাতে লাঠিপেটা, জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ।