25.1 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি এনামুল হক (৬৫) মারা গেছেন।সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে তার মুত্যু হয়।

কারারক্ষি মো. রোকনুজ্জামান জানান, গত ১২ জানুয়ারি অসুস্থজনিত কারণে কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষিরা ঢাকা মেডিকেলে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে এনামুল হক মারা যান।

এনামুলের ছেলে মো. রাসেল জানান, তার বাবা এনামুল হক হাবিলদার ছিলেন। হত্যা মামলায় তার ১০ বছর সাজা হয়েছিল। যেটা ইতিমধ্যে শেষ হয়েছে। কিন্তু বিস্ফোরক মামলায় আটক ছিলেন। তাদের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সংমধ্যপাড়া গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পড়ুন:কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ১২৬ জন বিডিআরের জওয়ান

দেখুন:ভয়াল বিডিআর বিদ্রোহের ১৪ বছর |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন