27.5 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

বিদেশে রাজনৈতিক মিছিল-স্লোগান দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে: পররাষ্ট্র উপদেষ্টা

বিদেশে বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল-স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন দেশে বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল-স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা ঘটছে, যা বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে।

আওয়ামী লীগ বিএনপি
আওয়ামী লীগ বিএনপি

গত চার মাসে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ব্যাপক নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশটির মিডিয়া এমন তথ্য প্রচার করছে, যাতে মনে হচ্ছে সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে কচুকাটা করা হচ্ছে। ভারতীয়দের অপপ্রচার রুখতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে। শিগগিরই একটা রোডম্যাপ আসবে। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে।

দিল্লিকে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

এ ছাড়া বিদেশে দূতাবাসগুলোতে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অনেক অভিযোগ সত্য বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অনেক অভিযোগ সত্য, তবে সব না।

এনএ/

আরও পড়ুন: হাসিনা পরিবারের দেশে-বিদেশে লেনদেনের সব নথি তলব

দেখুন: শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন