ময়মনসিংহে ভূয়া ভিসা ও ভূয়া বিমানের টিকেট প্রদান করে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে নগরীর আকুয়া বাইপাস র্যাব-১৪ সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংএ র্যাব -১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নইমুল হাসান জানান, গতরাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন টেকনোপাড়া থেকে শফিকুল ইসলাম নামের ওই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দুই ব্যক্তির নিকট থেকে সৌদি পাঠানোর কথা বলে ভূয়া ভিসা ও ভূয়া বিমানের টিকেট প্রদান করে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু তিন বছর অতিবাহিত হলেও তাদেরকে বিদেশে পাঠানো হয়নি। এব্যাপারে ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতারককে গ্রেফতার করা হয়।
পড়ুন: রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা
দেখুন: `রমজানে জিনিসপত্রের দাম বাড়ানো গর্হিত কাজ’
ইম/


