বিদেশ যাওয়ার সময় শরীয়তপুর জেলার গোসাইরহাটের পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল সরদার কে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ মে) মধ্যরাত দেড়টার দিকে হজরত শাহাজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
তিনি বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম।
গত ৫ আগস্টের পর থেকে আউয়াল পলাতক ছিলেন আজ বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর তাকে গোসাইরহাট থানায় আনা হচ্ছে বাকি তথ্য পরবির্তিতে জানানো হবে বলে জানান ওসি মো.মাকসুদ আলম।
এনএ/