১৩/০৬/২০২৫, ১৪:০৯ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৪:০৯ অপরাহ্ণ

বিদ্যুৎস্পৃষ্টে নেত্রকোনায় উপজেলা ওলামাদল সভাপতির মৃত্যু

ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নেত্রকোনায় উপজেলা ওলামা দলের সভাপতি রাজিব খানের (৪০) মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আটপাড়া উপজেলার বাউশাম গ্রামে এ ঘটনা ঘটে।

রাজিব খান বাউশার গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। তিনি মোহনগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি। রাজিব খান মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আটপাড়া উপজেলার বাউশাম গ্রামে নিজ বাড়িতে স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিচ্ছিলেন রাজিব। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আমিনুল ইসলাম বলেন,  লাশ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন: রাজশাহীতে রেলপথ অবরোধ, সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

দেখুন: ‘জান’ বলার অধিকার কাউকে দেননি সালমান 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন