রাশিয়া ও ইউক্রেন দুই দেশই ১ হাজার বনাম ১ হাজার যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ।
গতকাল শুক্রবার (১৬ মে) তুরস্কের ইস্তাম্বুলে এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন এক হাজার যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে।
উমেরভ জানান, বিনিময়ের তারিখ নির্ধারিত হয়েছে, তবে তা এখনই প্রকাশ করা হবে না। রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কিও রুশ সংবাদমাধ্যমে বন্দিবিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে এ ধরনের বন্দিবিনিময় বিরল ঘটনা। এর আগে ৬ মে ২০৫ জন বন্দী বিনিময় হয়েছিল। ২০২৪ সালে ইউক্রেন সমস্ত বন্দিবিনিময়ের প্রস্তাব দিয়েছিল, তবে রাশিয়া এখনো তাতে সম্মতি দেয়নি।
এদিকে, মস্কো শান্তি আলোচনার প্রস্তাব দিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তা গ্রহণ করেন এবং পুতিনকে সরাসরি বৈঠকের আহ্বান জানান। তবে পুতিন নিজে না গিয়ে তার উপদেষ্টা মেদিনস্কিকে পাঠান। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়ার প্রতিনিধিদল যথাযথ নয় এবং তারা প্রকৃতপক্ষে শান্তি আলোচনা করতে আগ্রহী নয়।
ইস্তাম্বুলের বৈঠকে ইউক্রেনীয় প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেন। ইউক্রেন ও তার মিত্ররা ১২ মে থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে আসলেও রাশিয়া সেটি উপেক্ষা করেছে।
রাশিয়ার দাবি, আলোচনাকে ২০২২ সালের আলোচনার ধারাবাহিকতা হিসেবে দেখা উচিত এবং যুদ্ধের মূল কারণগুলো আলোচনায় আনতে হবে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত।
এনএ/