24.9 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

পুঁজিবাজারে বিনিয়োগ করতে চায় শ্রীলঙ্কা

পুঁজিবাজারে বিনিয়োগ করতে চায় শ্রীলঙ্কা। এছাড়া তারা কাজ করতে চায় পুঁজিবাজারের বিভিন্ন অপারেশনাল সেক্টরে। এ উদ্দেশ্যে মঙ্গলবার ১১ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন শ্রীলঙ্কার প্রতিনিধিদল। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের উপস্থিতিতে বৈঠকে মিলিন হন কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দিলশান ইউরাসেকারা, শ্রীলঙ্কার ফার্স্ট ক্যাপিটাল হোল্ডিংস পিএলসির চিফ অপারেটিং অফিসার থারুশা একানায়াকে ও চিফ রিসার্চ অ্যান্ড স্ট্রাটেজি অফিসার দিমান্থা ম্যাথিউ।

বিএসইসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যানসহ কমিশনার জনাব ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন।

পুঁজিবাজারে বিনিয়োগ করতে চায় শ্রীলঙ্কা

উক্ত সাক্ষাতে শ্রীলঙ্কান বিনিয়োগকারীদের দলটি বাংলাদেশে পুঁজিবাজারের বিনিয়োগ এবং দেশের পুঁজিবাজারের অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এসময় পুঁজিবাজারের বিভিন্ন দিক এবং ভবিষ্যত সম্ভাবনাসমূহ নিয়ে দু পক্ষের মধ্যে আলোচনা হয়।

এ ব্যাপারে বিএসইসির নির্বাহী মুখপাত্র ও মুখপাত্র মো. আবুল কালাম নাগরিককে জানান, তারা এদেশে বিনিয়োগের জন্য এসেছেন। এছাড়া ক্যাপিটাল মার্কেটের বিভিন্ন অপারেশনে তারা কাজ করতে চায়। এটা নি:সন্দেহে পুঁজিবাজারের জন্য ভালো খবর বলে জানান তিনি।

এনএ/

দেখুন: ‘দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি নিরাপদ বিনিয়োগ বাংলাদেশে’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন