26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

বিনোদিনী’ হয়ে  সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী

বাংলা সিনেমা ‘বিনোদিনী’ সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় (এসএআইএফএফএফ) তিনটি সম্মানজনক পুরস্কার জিতেছে। দর্শকদের মন জয় করার পর, ছবিটি আন্তর্জাতিক স্তরে বিশেষ সম্মান অর্জন করেছে। এর মধ্যে অন্যতম পুরস্কার ‘অডিয়েন্স চয়েজ অ্যাওয়ার্ড’। এছাড়া, ছবির সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন রুক্মিণী মৈত্র। তার ক্যারিয়ারের প্রথম বাংলা ছবির জন্য তিনি এই সম্মান লাভ করেছেন। একাধিক পুরস্কারের মধ্যে পরিচালক রামকমল মুখার্জীও ‘বেস্ট ডিরেক্টর’ হিসেবে খেতাব অর্জন করেছেন।

রামকমল মুখার্জী ছবির সাফল্যে উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘‘দর্শকদের ভালোবাসার পর আন্তর্জাতিক স্তরে সম্মান পেয়েছে ছবিটি। আমি একেবারে ভাবতে পারিনি যে ফ্লোরিডায় হাউজফুল শো করার পর তিনটি পুরস্কার পাব।’’ তিনি আরও বলেন, ‘‘রুক্মিণী এবং পুরো ইউনিটের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ এই পুরস্কারের সম্মান অর্জিত হয়েছে। ছবির কস্টিউম, সিনেমাটোগ্রাফিও দর্শকদের ভালো লেগেছে।’’

এছাড়া, রুক্মিণী মৈত্রও তার অর্জিত পুরস্কারের জন্য অত্যন্ত আনন্দিত। তিনি বলছেন, ‘‘এটি আমার প্রথম বাংলা ছবি এবং আমি খুব খুশি যে আন্তর্জাতিক স্তরে এটি প্রশংসিত হয়েছে। পুরস্কার পাওয়ার মাধ্যমে আমার ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক যুক্ত হলো।’’

এখন, রামকমল মুখার্জী তার পরবর্তী ছবি নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানিয়েছেন, ‘‘আমার দ্বিতীয় বাংলা ছবির কাজ অনেকটাই শেষ হয়ে গেছে। এটি ‘বিনোদিনী’ থেকে একেবারে ভিন্ন মেজাজের ছবি হবে, যা দর্শকদের নতুন এক অভিজ্ঞতা প্রদান করবে।’’

‘বিনোদিনী’ সিনেমা প্রযোজনা এবং পরিচালনার ক্ষেত্রে রামকমল মুখার্জীর জন্য একটি বড় অর্জন হয়ে দাঁড়িয়েছে।

সিনেমাটির গল্প, চরিত্র এবং থিম দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। এর সফলতার পর, পরিচালক তার পরবর্তী প্রকল্পে আরও নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

এমন একটি সময়েই রামকমল মুখার্জী তার পরবর্তী সিনেমা ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ নিয়ে আসছেন, যা ‘বিনোদিনী’-এর থেকে একেবারে ভিন্ন ধরনের হবে।

পড়ুন : লিভার প্রতিস্থাপনের পরই মারা গেলেন মার্কিন অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গ

দেখুন : হিরো আলমের বিরুদ্ধে জিডি করলেন তার নায়িকা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন