সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে খেলছে ফরচুন বরিশাল। টসে হেরে আগে ব্যাটিং করে বরিশালকে ১৫০ রানের লক্ষ্য দেয় চিটাগং। তবে প্রথম ইনিংসের ১৯তম ওভারে একাই ৪ উইকেট নিয়েছেন বরিশালের বোলার মোহাম্মদ আলী। আর তাতেই বিরল এক কীর্তিতে নাম লেখালেন পাকিস্তানের এই ক্রিকেটার।
বিপিএল অভিষেকেই ইতিহাস গড়লেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আলী। প্রথম বোলর হিসেবে এক ওভারে ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন পাকিস্তানের এই ক্রিকেটার। এমন ঘটনা বিপিএল ইতিহাসে এবারই প্রথম।
ইনিংসে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ ওভারে বল করতে এসে মোহাম্মদ মিঠুনকে ফেরান মোহাম্মদ আলী। নিজের প্রথম ৩ ওভারেই তিনি দিয়েছিলেন ২২ রান। ১৯তম ওভারে বল করতে এসে খালেদ আহমেদকে বোল্ড করেন তিনি। এরপর তৃতীয় বলে ৭৯ রান করা শামীম হোসেন পাটওয়ারীকে এবাদত হোসেনের ক্যাচ বানান তিনি।
ওভারের পঞ্চম বলে ফিরতি ক্যাচ নিয়ে আরাফাত সানিকে ফেরত পাঠান। পরের বলেই আলিস আল ইসলামকে বোল্ড করে ওভারের চতুর্থ উইকেট তুলে নেন মোহাম্মদ আলী। সব মিলিয়ে এই ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন তিনি।
ইনিংসে ৪ ওভারের কোটা পূরণ করে ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। ৩১ ম্যাচের স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে এবারই প্রথম ৫ উইকেটের দেখা পেলেন এই পাকিস্তানি বোলার।
এনএ/