16 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫

বিভিন্ন দাবিতে কয়েকটি জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশের বিভিন্ন জেলায় আজও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদসহ তুলে ধরছেন নানান দাবি। কোথাও কোথাও রাস্তা অবরোধও করা হয়েছে।

জামালপুরের কেন্দুয়ায় বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলীকে অপসারণের দাবি উঠেছে। বিক্ষোভ মিছিল করেছেন সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা।

আজ সকালে জামালপুর-সরিষাবাড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা। অভিযোগ, প্রধান শিক্ষক রজব আলী যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। আগে তিনবার সাময়িক বরখাস্তও হন তিনি।

নওগাঁয় আস্তান মোল্লা কলেজের অধ্যক্ষ মাহাবুবুল ইসলামের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কলেজের প্রধান ফটক বন্ধ করে, সামনের রাস্তায় অবস্থান নেন তারা।

অধ্যক্ষ মাহাবুবুলের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, মাসিক বেতনের নামে কয়েকগুণ বেশি টাকা আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের। তারা জানান, প্রতিবাদ করলে বহিষ্কারের হুমকিও দিতেন অধ্যক্ষ।

রংপুরে ডেন্টাল টেকনোলজিস্টদের অপতৎপরতা এবং চিকিৎসকদের লাঞ্ছিত করার প্রতিবাদ মাঠে নেমেছে, এমবিবিএস ডেন্টাল সার্জেন্ট অ্যাসোসিয়েশন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে, জানান বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন