গুজরাটের আহমেদাবাদে লন্ডনগামী বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৩ জুন) সকালে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। সিভিল হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গে দেখা করেন তিনি। খবর-বিবিসি
শুক্রবার সকালে নরেন্দ্র মোদি আহমেদাবাদ পৌঁছে বিমানবন্দর থেকে ঘটনাস্থলে যান। পরিস্থিতির বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর তিনি আহমেদাবাদ সিভিল হাসপাতালে যান এবং দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন।
দুর্ঘটনার কবলে পড়া ওই এয়ার ইন্ডিয়ার যাত্রীদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি বিশোয়াস কুমার রমেশের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি লোকালয়ে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে যারা জখম হয়েছেন, তাদের সঙ্গেও দেখা করেন।
নরেন্দ্র মোদির সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুরলীধর মোহোল এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি।
এর আগে, ঘটনার পর বৃহস্পতিবারই আহমেদাবাদে পৌঁছেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পড়ুন: ভারতে বিমান দুর্ঘটনার তদন্ত শুরু
এস