27 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (২৪-০২-২০২৫) টাঙ্গাইলে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ-এ অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুল সাইদ, বিবিপি, বিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনের ইভেন্ট প্রত্যক্ষ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল সর্বমোট ৮১০ পয়েন্টের মধ্যে ৭৭১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন

এবং বিমান বাহিনী  ঘাঁটি জহুরুল হক দল ৭৫৮ পয়েন্ট পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ দলের ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ শামস তাবরীজ রাইফেল ফায়ারিং এ ১৪৭ এবং পিস্তল ফায়ারিং এ ১১৮ পয়েন্ট পেয়ে সার্বিকভাবে সেরা শুটার বিবেচিত হন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সেনা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ কে এম শফিউল আজম, ওএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ০২ দিন ব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশবাহিনীর ০৭ টি দল অংশগ্রহণ করে।

পড়ুন: কক্সবাজারে ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, একজন নিহত

দেখুন: B-52 বনাম ই/রা/ন! ভয় দেখাতে এসে আ/মে/রি/কা/ই বেকায়দায়? |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন