সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী এবং র্যাবের কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম, নির্যাতন ও ধর্ষণের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনসহ ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আগামী ২ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইবুনাল।
জুলাই অভ্যুথানে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত আইন শৃঙ্খলা বাহির সাবেক এই ১০ কর্মকর্তার ট্রাইবুনালে হাজিরের দিন ধার্য্য ছিল বৃহস্পতিবার। সকালে বিভিন্ন কারাগার থেকে দুটি প্রিজন ভ্যানে করে ট্রাইবুনালে আনা হয় তাদের।
আজ তিনটি মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। প্রথম মামলার শুনানিতে প্রসিকিউশন সাবেক আইজিপি মামুনের একদিনের রিমান্ড আবেদন করে বলেন, আন্দোলনে এপিসি, হেলিকপ্টার সহ যে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা কার নির্দেশে হয়েছিলো তা বের করতে তাকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন। পরে তা মঞ্জুর করে আদালত।
আরেক মামলার শুনানিতে প্রসিকিউশন আদালতে তুলে ধরেন সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের নিষ্ঠুরতা। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, অসংখ্য গুম ও নির্যাতন করার পাশাপাশি রোজা ভাঙ্গিয়ে ভুক্তভোগীর স্ত্রী কে দর্শন করার অভিযোগ আছে তার নামে।
মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ চলাকালে আসামিদের
জামিনের বিধান নেই জানিয়ে তাজুল ইসলাম বলেন, কেউ জামিনের আবেদন করলে তার ঘোর বিরোধীতা করবে প্রসিকিউশন।
এনএ/


