দেশের চললাম বন্যা পরিস্থিতে ১১ জেলার ১০ লাখ ৪৭ হাজার ২৯ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এমন অবস্থায় দেশের বেসরকারি টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার পক্ষ থেকে প্রচেষ্টা চলছে এই বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর। এর ধারাবাহিকতায়, বিল্ডট্রেড গ্রুপ এবং চ্যানেল নাইনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য ত্রাণ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৬ আগস্ট) বিল্ডট্রেড গ্রুপ ও চ্যানেল নাইনের পক্ষ থেকে রাজধানীর বনানীতে সেনাবাহিনীর-সিওডি ত্রাণ সংগ্রহ কেন্দ্রে সহায়তা উপকরণ হস্তান্তর করা হয়।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা আন্তরিকতার সঙ্গে পণ্যগুলো গ্রহণ করেন। সহায়তা উপকরণে রয়েছে , চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, গুড়াদুধ, চিনি, ওরস্যালাইন, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট ও ফিটকিরি, প্যারাসিটামল নাপা ট্যাবলেট, মোমবাতি, গ্যাস লাইট, দিয়াশলাই, স্যানিটারি ন্যাপকিন সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য।
এ বিষয়ে বিল্ডট্রেড গ্রুপের চেয়ারম্যান এবং চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এনায়েতুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দেশের এই ক্রান্তি লঙ্গে আমাদের সবার এই বানভাসি মানুষের পাশে দাঁড়ানো উচিৎ। আর গণমাধ্যমের এমন প্রচেষ্টা সমাজের অন্যদেরকে অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।
তিনি বলেন, আমরা সবাই যে যার অবস্থান থেকে সবাই যদি এগিয়ে আসি, তবেই এই দুর্যোগ দ্রুত মোকাবেলা করে কাঁটিয়ে উঠা সম্ভব।