২১/০৬/২০২৫, ২৩:০২ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২৩:০২ অপরাহ্ণ

বিশেষ বিসিএসের মানবণ্টন নিয়ে প্রজ্ঞাপন জারি

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার মানবণ্টন ও সিলেবাস নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। বাকি ১০০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য।

তবে এই বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডার নাকি শিক্ষা ক্যাডারে নিয়োগ দেয়া হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০০ নম্বর বণ্টন হবে–প্রার্থী যে বিষয়ের জন্য পরীক্ষা দেবেন, সেই বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা আর বাকি ১০০ নম্বর হবে সাধারণ বিষয়ে। সাধারণ বিষয়ে ১০০ নম্বর নম্বর বণ্টন হবে–বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর ও মানসিক দক্ষতায় ১০ নম্বর। এই পরীক্ষার জন্য সর্বমোট সময় থাকবে দুই ঘণ্টা।

প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেয়া হবে এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, মৌখিক পরীক্ষায় পাস করতে প্রার্থীকে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে।

পড়ুন : ৪৬তম বিসিএসের লিখিত ও ৪৭তম বিসিএসের প্রিলির নতুন সময়সূচি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন