
‘পরীমনি ভয়ংকর অপরাধী নয়, অভিভাবকহীনতার শিকার একটা লক্ষ্যহীন নৌকা মাত্র, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই দাবি জানাই পরীমনির মুক্তি চাই।’
নিজের ফেসবুকে এভাবেই বললেন দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর।
পরীমনি প্রসঙ্গে এই সংগীত তারকা ফেসবুকে লিখেছেন, ‘ইন্টারন্যাশনাল ম্যাগাজিন ফোর্বসের বিশ্লেষণে মেয়েটা ছিল শোবিজে একজন প্রভাবশালী নারী। বাংলাদেশের ফেসবুক জগতে তার ছিল সর্বোচ্চ কোটি ফলোয়ার।
এই নিয়ে মিডিয়াসহ দেশের মানুষের গর্বের শেষ ছিল না। মফস্বলের একটা মেয়ে এত উঁচুতে পৌঁছানোর পেছনে অবশ্যই যোগ্যতা ছিল। মেয়েটা দেশের সবচেয়ে বড় আলোচিত ক্রিমিনাল হয়ে গেল হঠাৎ করে?’
তিনি আরও লিখেছেন, ‘এই মেয়েটা এতটা পথ কাদের শেল্টারে এসেছে, এই রহস্য উন্মোচিত হবে না কখনো। মেয়েটা অবশ্যই ভালো অভিনেত্রী, মেয়েটা দেশকে আরও দেওয়ার ছিল। দেশ নেয়নি, হয়তো সে মুক্তি পেয়ে আন্তর্জাতিক তারকা হয়ে যাবে।’