
ফরিদপুরে চলছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। যানবাহন চলাচল বন্ধ থাকলেও লোকসমাগম চোখে পড়ার মতো। স্লোগানে-স্লোগানে মুখর সমাবেশস্থল। যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।শত বাধা উপেক্ষা করেও ফরিদপুরে বিএনপির সমাবেশে নেতা-কর্মীর ঢল।
শুক্রবার থেকে যানবাহন চলাচল বন্ধ। তাতে কী? নানা উপায়ে ফরিদপুরে প্রবেশ করে মানুষ। রিকশা, সাইকেল, ট্রাক। যে যা পেয়েছে, ছুটে এসেছে ফরিদপুরে, শহর থেকে ৬ কিলোমিটার দূরে কোমরপুর আব্দুল আজিজ ইনন্সটিটিউশনের মাঠে।
সকালেই লোকে-লোকারণ্য সমাবেশস্থল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় ভরে ওঠে মাঠ। ছড়িয়ে পড়ে আশপাশের রাস্তাঘাটেও।
দুপুরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়ে যায় আগেভাগেই। প্রথমে বক্তব্য দেন স্থানীয় পর্যায়ের নেতারা। পর্যায়ক্রমে বিএনপির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ নানা দাবিতে ধারাবাহিকভাবে বিভাগীয় গণসমাবেশ করে আসছে বিএনপি।
