24 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

বিশ্ব মা দিবস: কর্মজীবী মায়ের বাস্তবতা আরও কঠিন

বিশেষ সংবাদ

- Advertisement -

মা এক যোদ্ধার নাম। ঘরে-বাইরে সবখানে সন্তানের জন্য সবটুকু আস্থার নাম মা। তবে কর্মজীবি মায়ের বাস্তবতা একটু বেশিই কঠিন। অফিস আর সংসার সামলাতে হয় সমানতালে।

শারমিন আক্তার একজন কর্মজীবি মা। কাক ডাকা ভোরে উঠেই তৈরি করতে হয় সকালের খাবার। এরপর স্বামী ও একমাত্র ছেলে আয়ানকে রেখে অফিস-যাত্রা।

অফিস শেষ করে এসেই আবার সন্তান-সংসারের কাজ। সারাদিন সন্তানকে কাছে না পাওয়ার শূন্যতা বাসায় এসে পূর্ণ করতে হয়। ছেলেকে আদর করা থেকে খাবার খাওয়ানো, পড়াশোনা – কোনটাই মাকে ছাড়া ভাবা যায় না।

মা মানেই সন্তানের জন্য দিনভর পরিশ্রম, রাতজাগা খাটুনি। সাপ্তাহিক ছুটিও মেলেনা সংসারের কাজে। তবে কর্মজীবি মায়েদের বাস্তবতা আরও একটু কঠিন।

মায়ের শ্রমে, ঘামে, মায়ের ছায়াতলে বড় হয় সন্তান। বিশ্ব মা দিবসে সকল মায়েদের জন্য বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত