21 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

দুই নারী যৌথভাবে রসায়নে নোবেল পেলেন

বিশেষ সংবাদ

- Advertisement -

জিন গবেষণায় নতুন পদ্ধতি আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পুরস্কারে মনোনিত হয়েছেন দুই নারী রসায়নবিদ।

জিনোম গবেষণায় অগ্রগতিতে অবদান রাখায় এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল শার্পেন্টিয়ের এবং মার্কিন রসায়নবিদ জেনিফার এ ডুডনা। বুধবার (৭ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

গতকাল মঙ্গলবার মহাবিশ্বে ব্ল্যাকহোল নিয়ে গবেষণার জন্য তিন পদার্থ বিজ্ঞানী নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন। পদার্থ বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে মনোনীত হন ব্রিটিশ বিজ্ঞানী রোজার পেনরোজ, জার্মানি বিজ্ঞানী রেইনহার্ড জেনজেল এবং মার্কিন গবেষক আন্দ্রে এম গিজ।

এর আগে, সোমবার চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পান, মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার, চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হুটন। হেপাটাইটিস ‘সি’ ভাইরাস আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেয়া হয় তাদের।

এদিকে, নোবেল পুরস্কারে মনোনীতদের নাম ঘোষণার পর ডিসেম্বরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। তবে, করোনা মহামারির কারণে এবার ডিসেম্বরে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত