
অদ্ভুত রকমের এক ছোট গরুর জন্ম হয়েছে গাজীপুরের শ্রীপুরে। আদর করে টুনটুনি বলে ডাকে সবাই। গরুটির বয়স এক বছর পার হলেও খর্বাকৃতিই রয়ে গেছে।
সম্প্রতি গিনেস বুকে নাম লেখানো সাভারের রানীর পাওয়া ছোট গরুর স্বীকৃতি টুনটুনি ভেঙে দিতে পারে।
মায়ের এপাশ থেকে ওপাশে লাফিয়ে লাফিয়ে ছুটাছুটি করছে টুনটুনি। মা আদর করতে চাইলে দৌড়ে দ‚রে সরে যাচ্ছে। আবার মা মুখ নাড়াতেই ফের মায়ের গা ঘেঁষে। ছোট্ট টুনটুনির এমন দুরন্তপনা আর খুনসুটি চোখে পড়ার মতো।
টুনটুনি এখন গ্রামের সকল মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। গাজীপুরের শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের আড়ালিয়া ভিটা গ্রাম। গ্রামের কৃষক আবুল কাশেমের পালিত একটি গাভীর গর্ভে গত বছরের সেপ্টেম্বরে জন্ম নেয় কাজলা সাদা রঙের খর্বাকৃতির ছোট্ট এ বাছুরটি। বছর ঘুরে গেলেও তার ওজন ও উচ্চতা তেমন বাড়েনি।

টুনটুনির শারীরিক বর্ণনায় দেখা গেছে বিশ্ব রেকর্ড গড়া রানীর সাথে বেশ পার্থক্য রয়েছে। রানীর ওজন ছিল ২৬ কেজি আর টুনটুনির ওজন মাত্র ২২ কেজি।
রানী উচ্চতায় ছিলো ২০ ইঞ্চি আর টুনটুনির উচ্চতা ২১ ইঞ্চি। টুনটুনির লম্বায় সামনে থেকে পেছনের পাশ পর্যন্ত ৩২ ইঞ্চি।
টুনটুনি বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি পাবে বলে আশা করছে এলাকাবাসী।
সাশা/ফাসা/ফই
