
জাতীয় সংসদ এলাকায় লাইভ সংবাদ পরিবেশনের সময়, পুলিশের হাতে হেনস্তার শিকার হলেন, নাগরিক টিভির সাংবাদিক সাইদ আরমান। তিনি জানান, পুলিশের সঙ্গে পরামর্শ করেই লাইভের স্থান নির্ধারণ করেছিলেন। তবুও অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে।
টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া এই মানুষটি কোনো দলীয় নেতাকর্মী নন। নন কোনো অপরাধীও। হাতের মাইক্রোফোন বলে দিচ্ছে, তিনি গণমাধ্যমকর্মী।
তিনি নাগরিক টেলিভিশনের সিনিয়র রিপোর্টর সাইদুর রহমান খান। জাতীয় সংসদ এলাকায় গিয়েছিলেন সংবাদ সংগ্রহ করতে। লাইভ রিপোর্টিং করছিলেন, নাগরিক সংবাদে।
এই প্রতিবেদককে টেলিভিশন পর্দায় সবাই চেনেন সাঈদ আরমান নামে। তিনি জানান, পুলিশ সদস্যদের পরামর্শেই তিনি লাইভের জন্য স্থান নির্বাচন করেছিলেন।
এ বিষয়ে কথা হয় শেরে বাংলা নগর থানা পুলিশের সঙ্গে। মুঠোফোনে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই কন্সটেবল তার অধীনস্ত থানার নন।
এবার অনুসন্ধানের পালা খোদ সংসদ সচিবালয়ে।
জনসাধারণের জন্য উন্মুক্ত এই সড়ক ও ফুটপাথ কী অতি গুরুত্বপূর্ণ স্থাপনার আওতায় পড়ে কী না, তার উত্তর তাৎক্ষণিকভাবে মেলেনি।
