
ডিআরইউ/০৮০৪/২০২২(১০) তারিখ: ২৮ নভেম্বর, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) কল্যাণমূলক কর্মকান্ডের আওতায় সংগঠনের প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষা ভাতা প্রদান করা হয়েছে।
আজ ২৮ নভেম্বর, ২০২২ সোমবার দুপুরে সংগঠনের সাগর-রুনী মিলনায়তনে ডিআরইউ’র গঠনতন্ত্রের ৭ এর ঢ ধারা অনুযায়ী প্রয়াত ২৫ সদস্যের সন্তানদের মাসিক পরিবার প্রতি ৩ হাজার টাকা হারে বার্ষিক এককালীন ৩৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। এই বৃত্তি প্রদানে সহযোগিতা করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউ’র কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু।

এসময় উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা ও মো: আল-আমিন।
