16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মরুর দেশে অনেকটা নীরবেই পর্দা উঠল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে শুরু হয়েছে ম্যাচটি।

বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, উইকেট দেখে ভালো মনে হয়েছে। ব্যাটে বল আসবে বলে মনে হয়েছে তার।

বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পালাবদলের পর সৃষ্ট পরিস্থিতির কারণে পরে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয় টুর্নামেন্টেটি। যে কারণে টুর্নামেন্টের আয়োজক হলেও বাংলাদেশকে খেলতে হচ্ছে ভিন্ন কন্ডিশনে।

এখন পর্যন্ত পাঁচটি আসরে খেললেও, বাংলাদেশের জয় কেবল এক ম্যাচে। যা নিজেদের প্রথম আসর ২০১৪ সালে, ঘরের মাঠে। এরপর আরও চার আসরে অংশ নিলেও বাংলাদেশ জয়ের স্বাদ পায়নি। এবার সেই জয়খরা কাটাতে চায় টাইগ্রেসরা।

বাংলাদেশ একাদশ

সাথী রানী, মুর্শিদা খাতুন, সুবহানা মুস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।

স্কটল্যান্ড একাদশ

সাসকিয়া হারলে, সারাহ ব্রাইস (উইকেটরক্ষক), ক্যাথরিন ব্রাইস (অধিনায়ক), আলিসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটার্জি, ডার্সি কার্টার, লরনা জ্যাক-ব্রাউন, ক্যাথরিন ফ্রেজার, রাচেল স্লেটার, আবতাহা মাকসুদ, অলিভিয়া বেল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন