টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের লড়াই আগামীকাল। সকাল সাড়ে ৬টায় আফগানিস্তানের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। আর রাত সাড়ে ৮টায় ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। বৃষ্টির শঙ্কায় প্রথম ম্যাচের জন্য রিজার্ভ ডে রয়েছে। তবে, দ্বিতীয় ম্যাচের জন্য এই সুবিধা থাকছে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের বিদায় ঘণ্টা বাজছে। চূড়ান্ত শেষ চারটি দল। সেমিফাইনাল টপকে শিরোপা জয়ের দৌড়ে মরিয়া সবাই।
প্রথম সেমির লড়াই আগামীকাল সকাল সাড়ে ৬টায়। মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও আফগানিস্তান।
সুপার এইটে বড় চমক দেখিয়েছে আফগানরা। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশকেও হারিয়ে, তারা প্রথমবারের মতো সেমির টিকিট কেটেছে। তাই প্রোটিয়ারা একটু বেশিই সতর্ক থাকবে রশিদ খানদের নিয়ে।
অন্যদিকে, দুর্দান্ত খেলে সুপার এইটের টিকিট কেটেছে সাউথ আফ্রিকা। শেষ আটের লড়াইয়ে তারা হারিয়েছে যুক্তরাষ্ট, ইংল্যান্ড ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে।
অপরাজিত থেকে সুপার এইট পার হয়েছে ভারতও। আগামীকাল রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিতে, তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। শেষ ম্যাচে রোহিত শর্মার দল অজিদের হারিয়েছে ২৪ রানে। যে ম্যাচে তাণ্ডব চালিয়েছে ভারতের অধিনায়ক রোহিত। ইংলিশদের বিপক্ষে তাই, টিম ইন্ডিয়াই ফেভারিট।
এদিকে, ইংল্যান্ড আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সুপার এইটে সাউথ আফ্রিকার কাছে হেরেছে তারা। তবে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় নিয়ে, এখনো শিরোপার দাবিদার জস বাটলাররা।