১০/১১/২০২৫, ২৩:০২ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২৩:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিশ্বনাথে সাধারণ জনতার উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিজ্ঞাপন

বিশ্বনাথে সাধারণ জনতার উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (১০ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্বনাথ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও কৃষকদলের পূর্বঘোষিত কর্মসূচী লিফলেট বিতরণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। অপরদিকে বহিস্কৃতদের নিয়ে হুমায়ূন কবিরও তাহার একটি সভা সম্পন্ন করে দৌলতপুর ইউনিয়নের চড়চন্ডি গ্রামের একটি বাড়িতে ।

সভাশেষে বিশ্বনাথ সদরে আসলেই তার সঙ্গে থাকা বহিষ্কৃত বিশ্বনাথের চিহ্নিত বেয়াদব ও ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগী সুহেল চৌধুরী বিশ্বনাথ বাসিযা ব্রিজে গাড়ী থেকে নেমেই ব্র্রীজে দাড়িয়ে থাকা সাধারণ জনতার উপর অর্তকিত হামলা চালায় এবং সঙ্গে থাকা সিলেট ও ছাতক থেকে আনা ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। সাধারন জনতার উপর এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন এ ধরনের হামলা পূর্ব পরিকল্পিত এবং শান্ত বিশ্বনাথেেক উত্তপ্ত করার ব্যর্থ প্রয়াস।

নেতৃবৃন্দ বলেন, নিরীহ জনতার উপর হামলা চলাকালে দূরে অবস্থান করা যুবদল, ছাত্রদল নেতারা এগিয়ে আসলে সুহেল চৌধুরী ও তার সঙ্গে থাকা সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ছাত্রদল নেতা মিনহাজ, আব্দুর রহমান সহ বেশ কয়েকজনকে সন্ত্রাসীদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আহত করে। আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নেতৃবৃন্দ আরও বলেন, ইতিমধ্যে বিভিন্ন ভিডিও ফুটেজে ঘটনা দৃশ্যমান রয়েছে। তাছাড়া বিশ্বনাথ থানার সিসি ক্যামেরার ফুটেজ অনুুসন্ধান করলে তা পাওয়া যাবে।

নেতৃবৃন্দ সাধারণ জনতার উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার দৃষ্টান্তমূলক শািিস্তর দাবি জানান। অন্যতায় বিএনপি বিশ্বনাথবাসীকে সাথে নিয়ে এ মিথ্যাচার ও বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নিবে। আর উদ্ভট এ পরিস্থিতিতে বিশ্বনাথবাসী ও ইলিয়াস প্রেমীদের ধর্য্য এবং শান্ত থাকার আহবান জানান নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, আব্দুল হাই, সভাপতি-পৌর বিএনপি। ডা. মাহবুব আলী জহির, ভারপ্রাপ্ত সভাপতি-উপজেলা বিএনপি। মো. লিলু মিয়া, সাধারণ সম্পাদক–উপজেলা বিএনপি। শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক–পৌর বিএনপি। সামসুল ইসলাম, আহবায়ক- উপজেলা যুবদল। শাহ আমির উদ্দিন, আহবায়ক- পৌর যুবদল। মো. নুরুজ্জামান, ভারপ্রাপ্ত আহবায়ক- উপজেলা সেচ্ছাসেবক দল। আশিকুর রহমান রানা, সদস্য সচিব, উপজেলা সেচ্ছাসেবক দল। খয়ের আহমদ, আহবায়ক- পৌর সেচ্ছাসেবক দল। দুলাল আহমদ, সদস্য সচিব- পৌর সেচ্ছাসেবক দল।ইরন মিয়া মেম্বার, আহবায়ক- উপজেলা কৃষকদল।সুমন মিয়া, সদস্য সচিব-উপজেলা কৃষকদল। হুসাইন আহমদ প্রভেল, আহবায়ক- উপজেলা ছাত্রদল। ফাহিম আহমদ, সদস্য সচিব-উপজেলা ছাত্রদল।

পড়ুন : বিশ্বনাথে তারুন্যের সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন