27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা হাতছাড়া হতে পারে

বিশ্বাস ভঙ্গের মামলায় জাকারবার্গের বিচার শুরু

সংকটে পড়েছেন মার্কিন প্রযুক্তিবিদ ও অন্যতম শীর্ষ ধনকুবের মার্ক জাকারবার্গ। তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগে মামলার বিচারকাজ শুরু হয়েছে। বিচারে হারলে তিনি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা হারাতে পারেন। 

ফেসবুকের মূল সংস্থা মেটার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ উঠেছে। ওয়াশিংটনে শুরু হয়েছে সেই মামলার শুনানি। ৩৭ দিন পর্যন্ত বিচারকাজ চলতে পারে। 

বিশ্বাস ভঙ্গের মামলায় জাকারবার্গের বিচার শুরু

মার্কিন ফেডারেল বাণিজ্য কমিশনের (এফটিসি) দেওয়া তথ্য অনুসারে, ইনস্টাগ্রাম অধিগ্রহণে ১০০ কোটি ডলার খরচ করেন মেটা কর্ণধার। আর হোয়াটসঅ্যাপকে হাতে পেতে ২ হাজার ২০০ কোটি ডলার ব্যয় করেছিলেন তিনি। 

জাকারবার্গের বিরুদ্ধে এফটিসির অভিযোগ, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে প্রতিযোগিতামূলক বাজারে নিয়মতান্ত্রিকভাবে অধিগ্রহণ করা এড়াতে তার বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম (মেটা) বাজারক্ষমতার অপব্যবহার করেছে। কমিশনের দাবি, প্রতিদ্বন্দ্বীদের হুমকি মনে করে মেটা সেই দুটি প্রভাবশালী সামাজিক মাধ্যমকে কিনে নেয়। 

মামলার প্রমাণ হিসেবে ২০১১-১২ সালের অভ্যন্তরীণ ইমেইল উপস্থাপন করা হয়েছে, যেখানে ইনস্টাগ্রামকে প্রতিযোগিতা ঠেকাতে কেনার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। তার এই মানসিকতাকে নতুন প্রযুক্তি উদ্ভাবনের পথে দমনমূলক পদক্ষেপ বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

বিচারক জেমস বোসবার্গের সভাপতিত্বে জাকারবার্গের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া পরিষেবাগুলোর ওপর মেটার একচেটিয়া আধিপত্যে আছে কি না, তা খতিয়ে দেখবেন তিনি।

এফটিসির অভিযোগ, ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত সমাজমাধ্যমের ৮০ শতাংশ সময় নিয়ন্ত্রণ করতেন ফেসবুক ব্যবহারকারীরা এই নিয়ে পালটা মুখ খুলেছে মেটা। তাদের যুক্তি, বাজার সম্পর্কে এফটিসির দৃষ্টিভঙ্গি খুবই সীমিত। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন