১৪/০৬/২০২৫, ৮:১২ পূর্বাহ্ণ
28.4 C
Dhaka
১৪/০৬/২০২৫, ৮:১২ পূর্বাহ্ণ

বিশ্বের বৃহত্তম উভচর বিমান আনছে চীন

বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর বিমান ‘এজি৬০০’ আনছে চীন। নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এই বিমানটি সম্প্রতি পার্শ্বীয় বাতাসে উড্ডয়ন ও অবতরণের কঠিন পরীক্ষায় সফলতা অর্জন করেছে। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুসারে, ‘এজি-৬০০ হলো টেকঅফ ওজনের দিক থেকে বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর বিমান—সর্বোচ্চ ৬০ টন। বিশেষভাবে উল্লেখ্য, এটি অগ্নিনির্বাপণ মিশনে ১২ টন পানি বহন করতে সক্ষম।’

সম্প্রতি উত্তর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের জিলিনহট এলাকায় দুটি এজি৬০০ বিমান পার্শ্বীয় বাতাসে কমপ্লায়েন্স ফ্লাইট পরীক্ষায় অংশ নেয়।

বিশ্বের বৃহত্তম উভচর বিমান আনছে চীন

বিমান চলাচলে শক্তিশালী ক্রসউইন্ড একটি বড় চ্যালেঞ্জ, যা টেকঅফ ও ল্যান্ডিংকে কঠিন করে তোলে এবং যন্ত্রপাতি বিকল হওয়ার ঝুঁকি বাড়ায়। এভিক জোর দিয়ে বলেছে যে এই পরীক্ষা সফলভাবে পাস করার মাধ্যমে এজি-৬০০ জটিল পরিবেশে আরও ভালো পারফরম্যান্স দেখাতে পারবে এবং এর সম্ভাব্য ব্যবহারের ক্ষেত্র প্রসারিত হবে।

একই টেস্ট সাইটে বেশ কয়েকটি গ্রাউন্ড-ভিত্তিক ট্রায়ালের পাশাপাশি বিমানের এয়ার ইনটেক সিস্টেমও কমপ্লায়েন্স ফ্লাইট টেস্ট পাস করেছে।

এই পরীক্ষার পর একটি এজি৬০০ বিমান উত্তর-পূর্ব চীনের হেইলুংজিয়াং প্রদেশের জিয়াগেদাকি এলাকার একটি বিমানবন্দরে ফেরি ফ্লাইটে গমন করেছে। সেখানে এটি একটি বন সংরক্ষণসংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণামূলক মিশনে কাজ করবে বলে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে।

এজি-৬০০ ইতিমধ্যে চায়না সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (সিএএসি) থেকে টাইপ সার্টিফিকেট পেয়েছে,  যা এর সফল উন্নয়ন ও বাজারে প্রবেশের আনুষ্ঠানিক অনুমোদন নির্দেশ করে।

দেখুন: পশ্চিমাদের মোকাবেলায় স্বর্ণের পাহাড় জমাচ্ছে চীন?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন