18 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত ৮০ কোটির বেশি মানুষ

সারা বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত ৮০ কোটির বেশি প্রাপ্তবয়স্ক মানুষ। আগের হিসাব অনুযায়ী যা প্রায় দ্বিগুণ। এছাড়া ডায়বেটিসে আক্রান্ত ৩০ বছর বয়সী রোগীদের মধ্যে অর্ধেকের বেশি চিকিৎসা গ্রহণ করছেন না। এসব তথ্য জানা গেছে নতুন এক গবেষণা প্রতিবেদনের মাধ্যমে।

ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে বিশ্বজুড়ে ১৮ কিংবা তার বেশি বয়সীদের মধ্যে প্রায় ৮২ কোটি ৮০ লাখ ডায়বেটিস রোগী শনাক্ত হয়েছে। তারা ডায়বেটিসের টাইপ-১ কিংবা টাইপ-২ ধরনে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগের এক হিসাব অনুযায়ী, বিশ্বে ডায়বেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ৪২ কোটি ২০ লাখ।

ডায়াবেটিসে আক্রান্ত ৮০ কোটির বেশি মানুষ
ডায়াবেটিসে আক্রান্ত ৮০ কোটির বেশি মানুষ

গবেষণায় দেখা গেছে, ১৯৯০ সাল থেকে ডায়বেটিসের হার ৭ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশ হয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে আক্রান্তের হার বাড়ার প্রবণতা বেশি দেখা গেছে। আক্রান্তের হার বাড়লেও সেসব অঞ্চলে চিকিৎসা নেওয়ার হার তেমন একটা বাড়েনি। তবে কিছু উচ্চ আয়ের দেশে অবস্থার উন্নতি লক্ষ্য করা গেছে।

গবেষকেরা বলছেন, বিশ্বের কিছু অংশে, বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চলের যেখানে শুধু ফাস্টিং প্লাজমা গ্লুকোজ ব্যবহার করা হয়, সেখানে অনেক সময় রোগ নির্ণয় হয় না। এসব ক্ষেত্রে নির্ভুলভাবে রোগ শনাক্তে এই দুটি পরীক্ষাই জরুরি।

যে ৫ কারণে ব্যায়াম করেও ওজন কমছে না
ছবি: সংগৃহীত

টিএ/

পড়ুন: বিশ্বে ৮৫ শতাংশ সাংবাদিক হত্যার বিচার হয়নি: ইউনেস্কো

দেখুন: ঘন ঘন প্রস্রাব কী ডাইবেটিস এর লক্ষণ?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন