25.1 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

আজ বিশ্বে বায়ুদূষণের শীর্ষে ঢাকা

ঢাকা প্রায় প্রতিদিনই বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় প্রথম দিকে থাকে। আজও তার ব্যতিক্রম নয়। শহরটি ৩০৪ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষ স্থানে রয়েছে। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়।

আজ শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক অনুযায়ী এই তথ্যটি প্রকাশিত হয়েছে।

চীনের বেইজিং শহর ২২২ স্কোর নিয়ে বায়ুদূষণের দ্বিতীয় স্থানে রয়েছে। উজবেকিস্তানের তাসখন্দ (২২০) তৃতীয় স্থানে রয়েছে। আইকিউএয়ারের স্কোর অনুসারে, এই দুই শহরের বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এর পরেই ইরাকের বাগদাদ (১৭৯), মিশরের কায়রো (১৭৩) এবং ভারতের দিল্লি (১৬৫) অবস্থান করছে। এই শহরগুলোর বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিভিন্ন শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তার লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রদর্শন করে। তাদের মানদণ্ড অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। স্কোর ৫১-১০০ এর মধ্যে হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য ১০১-১৫০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১-২০০ হলে তা অস্বাস্থ্যকর, ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচনা করা হয়।

এনএ/

দেখুন: বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক: চমকে উঠবেন সম্পত্তির পরিমাণ শুনে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন