26 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে আরো এক মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টায় ৩১ নং খিত্তায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

মারা যাওয়া মুসল্লি আমির শেখ (৬০) গোপালগঞ্জ জেলার মকসেদপুর থানার গয়লাকান্দি গ্রামের মৃত ওমেদ আলী শেখের ছেলে।গতকাল সোমবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্বজন জেন্দান আলী জানান, বিশ্ব ইজতেমা ময়দানে রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।

তাৎক্ষণিক তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিল বিন সিরাজ আমির শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, প্রথম পর্বে ৫ জন মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান।

পড়ুন: ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

দেখুন:৫৮তম বিশ্ব ইজতেমা: তুরাগ তীরে মুসল্লিদের ঢল |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন