27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত কাল

নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। কাল দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে পর্ব। মুসুল্লিদের সুবিধায় ৮টি‌ বিশেষ ট্রেন চলছে। নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছে পুলিশ।

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন ফজরের নামাজের পর, ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদ এর আম বয়ানের মধ্য দিয়ে, শুরু হয় দিনের কর্মসূচি। দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন ৪৯টি দেশের প্রায় দেড় হাজার অতিথি।

ময়দানে আগতরা ইজতেমার কর্মসূচি পালন ছাড়াও, শবে বরাতের সওয়াব লাভের আশায় রাতভর ইবাদতে মশগুল ছিলেন। পরে ভোর থেকে শুরু হয় আম বয়ান। আসরের পর অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন বিয়ে।

ইজতেমার দ্বিতীয় দিনে ৮৫টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলীগ বিষয়ে মুরুব্বিদের দিকনির্দেশনা শুনেছেন মুসুল্লিরা। বিভেদ ভুলে সবাই একসঙ্গে ইজতেমা করার প্রত্যাশাও ব্যক্ত করেন অনেকে।

রোববার দুপুরে হবে আখেরি মোনাজাত। নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরুব্বি সাদ কান্ধলভির বড় ছেলে, মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা নিয়েছে পুলিশ।

আখেরি মোনাজাত শেষে তাবলীগের দাওয়াতি কাজে বের হবেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসুল্লিরা।

এনএ/

দেখুন: বিশ্ব ইজতেমার দুই পর্বই হবে শুরায়ী নেজামের অধীনে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন