27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

সম্পর্কে বিচ্ছেদ, রাস্তায় প্রেমিকার সামনেই প্রেমিকের বিষপান

স্কুল থেকে বান্ধবীদের সাথে বাড়ি ফিরছিলো দশম শ্রেণীর শিক্ষার্থী। হঠাৎ রাস্তায় প্রেমিক মেহেদী হাসান (২৮) প্রেমিকার পথ রোধ করে দাড়িয়ে যায়। দেড় বছরের সম্পর্কে হঠাৎ বিচ্ছেদ দেখা দেওয়ায় কারন জানতে গিয়েছিলেন প্রেমিক মেহেদী। প্রেমিকার কড়া জবাব বাবা-মায়ের অনুমেতি ব্যতিত অন্য কাউকে বিয়ে করতে পারবেনা। তাই তাকে ভূলে যেতে হবে।

প্রেমিকার এমন কথা শুনেই প্রেমিক মেহেদী হাসান তার কাছে থাকা কিটনাশক জাতীয় বিষপান করে প্রেমিকার সামনেই। রোববার বিকেলে ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ধারাবারিষা সরকারপাড়া গ্রামে। প্রেমিক মেহেদীর অবস্থা আশঙ্খাজনক হওয়ায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। মেহেদী ধারাবারিষা এলাকার দুলাল আলীর ছেলে।


প্রেমিক মেহেদী হাসান বলেন, ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর সাথে তার গত দেড় বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিলো। দেড় বছরে বিভিন্ন সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে প্রেমিকা। হঠাৎ করেই দুইদিন পূর্বে মোবাইল ফোনে সম্পর্কের বিচ্ছেদ করে ভুলে যেতে বলে। এতদিনের সম্পর্ক কিভাবে ভুলবেন তিনি। কোনভাবেই মানতে পারছিলেন না। তাই রোববার ধারাবারিষা সরকারপাড়া পাকা রাস্তায় প্রেমিকার অপেক্ষায় ছিলেন সঙ্গে বিষ নিয়ে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রেমিকাকে জিজ্ঞেস করবেন কেন তার সাথে এমন করছে।

বিকেল সাড়ে ৫টার সময় তার প্রেমিকা বান্ধবীদের সাথে বাড়ি ফিরছিলো। এ সময় তার পথ রোধ করে তিনি তার অপরাধ জানতে চান প্রেমিকার কাছে। কোন অপরাধে তার সাথে সম্পর্কের বিচ্ছেদ করলো। অনেকক্ষণ বোঝানোর পরেও প্রেমিকার কড়া জবাব ছিলো তাকে ভূলে যাওয়ার জন্যে। তখনি তিনি পকেট থেকে বিষের বোতল বের করে অর্ধেক বোতল বিষপান করেন প্রেমিকার সামনেই।


মেহেদী আরো জানান, মন থেকে ভালোবেসেছিলেন তিনি। কোনভাবেই মানতে পারছিলেননা। এ কারনেই প্রেমের ব্যর্থতায় আত্মহননের পথ বেঁছে নিয়েছেন।

এদিকে সিসিটি ক্যামেরায় দেখাযায় প্রেমিকার সাথে কথা বলার পরপরই বিষপান করে মেহেদী। বিষপান করার পরেও তার প্রেমিকা তার দিকে না তাকিয়ে বাড়ির দিকে বান্ধবীদের সাথে চলে যায়। ততক্ষণে বিষপান করার পর রাস্তার পাশের একটি ক্ষরের পালায় পরে যায় মেহেদী। পথচারীরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.ওহিদুজ্জামান রুবেল বলেন, সন্ধা সাড়ে ৬টায় মেহেদী নামের এক যুবক বিষপান করে অসুস্থ্য হয়ে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসে। তার অবস্থা গুরুত্বর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পড়ুন: হবিগঞ্জে বিষপানে দুই সন্তানসহ বাবার আত্মহত্যা !

দেখুন : কেউ বিষ খেলে কী করবেন 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন