সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৮৬ হাজার ২৯৬টি চামড়া প্রবেশ করেছে।
মঙ্গলবার (১০ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত বিসিক শিল্পনগরীতে মোট ১ হাজার ৬৫৭টি ট্রাক প্রবেশ করেছে। এসব ট্রাকে মোট প্রবেশকৃত চামড়ার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ২৯৬টি। এদের মধ্যে গরু/মহিষের চামড়া ৩ লাখ ৬৫ হাজার ৪১৮টি এবং ছাগল/ভেড়ার চামড়া ২০ হাজার ৯২৮টি।
