31 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

বিসিবিতে এতদিন চলছিল পাপনের ‘ওয়ান ম্যান শো’: বেলিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এতদিন চলে আসছিল ওয়ান ম্যান শো। যেখানে নাজমুল হাসান পাপনের কথাই ছিল শেষ কথা। ক্রিকেট না বুঝলেও সব জায়গায় ছিল তার একক কর্তৃত্ব। এমন মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। সাবেক ক্রিকেটারদের মূল্যায়ন কম করা হতো বলেও অভিযোগ বেলিমের।

ক্রিকেটীয় ব্যাক্তিত্ব না হয়েও প্রায় এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হাসান পাপন। বিসিবির ২৩ পরিচালকদের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগই রাজনীতির সাথে যুক্ত।

পাপনের নেতৃত্বে অনেকটা দলীয়করণ হয়ে আসছিল বিসিবিতে। যেখানে ক্রিকেটের উন্নয়ন ছাড়া হতো সব কিছুই। গত ১২ বছরে সেই ছাপ স্পষ্ট। সাফল্যের তাপ না বাড়লেও বিসিবিতে  রাজনীতির তাপ বেড়ে কয়েক গুণ। যেই মহলে পাপনের কথাই শেষ কথা।

সাবেক ক্রিকেটার জাভেদ ওমর ফোনালাপে নাগরিককে জানিয়েছেন, বিসিবিতে এতদিন চলছিল ওয়ান ম্যান শো। যার নেতৃত্বে ছিলেন পাপন।

দল গঠন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই কর্তৃত্ব দেখাতেন বিসিবি সভাপতি। এমন মন্তব্যও করেন এই সাবেক ক্রিকেটার।

দেশের ক্রিকেটটাকে প্রায় একযুগ ধরে নিয়ন্ত্রণ করে আসছিলেন পাপন গেংরা। শেখ হাসিনা সরকার পতনের পর হঠাৎই তাদের বেশির ভাগ দৃশ্যপট থেকে উধাও। এমনকি মন্ত্রিত্ব পাওয়ার পরও ক্রিকেট বোর্ড ছাড়তে না পারা বিসিবি সভাপতি নিজেও দেশান্তরিত।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন