23 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫

বিসিবি থেকে সবুজ সংকেত পেলেন সাকিব

হত্যা মামলার বিষয়ে সাকিব আল হাসানকে দুশ্চিন্তামুক্ত থাকতে বলেছে বিসিবি। ক্রিকেট বোর্ড এখনো সাকিবকে দেশে ফিরিয়ে আনার উকিল নোটিশটি হাতে পায়নি। উকিল নোটিশ হাতে পাওয়ার পর বিসিবি এ ব্যাপারে আইনি পরামর্শ নেবে। অন্যদিকে সাকিবও বিসিবিকে আশ্বস্ত করেছেন, মামলার বিষয়টি তাঁর খেলায় কোনো প্রভাব ফেলবে না।

ছাত্র-জনতা আন্দোলনে নিহত গার্মেন্টসকর্মী রুবেলের হত্যা মামলায় আসামি করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে। সেই চাপ মাথায় নিয়েই সাকিব খেলেছেন রাওয়ালপিন্ডি টেস্ট। পেয়েছেন ঐতিহাসিক এক জয়।

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শেষ হওয়ার পর সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে এবার বিসিবি থেকে সবুজ সংকেত পেয়েছেন সাকিব। ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে দুশ্চিন্তামুক্ত থাকতে।

অন্যদিকে সাকিবের পাশে এসে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। লম্বা এক বিবৃতিতে কোয়াবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, সাকিবকে যেন শুধুমাত্র রাজনৈতিক কারণে মামলার আসামি করা না হয়।

সাকিবের পাশে এসে দাড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা ব্যাট ধরেছেন সাকিবের হয়ে।

মুশফিক লেখেন, সাকিবের বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না। আমরা সব সময় তোমার পাশে আছি, বন্ধু।

মুমিনুল হক তাঁর ফেসবুক লেখেন, সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। অধিনায়ক শান্ত লেখেন, সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন