০৮/১১/২০২৫, ০:৪৬ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিসিবি সভাপতি হয়ে যা বললেন বুলবুল

‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোন নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’ বিসিবি সভাপতি হওয়ার পর জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এসব কথা বলেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর আজ বিসিবির কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন বুলবুল। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, এই অল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটে কী উন্নয়ন করে যেতে চান? জবাবে তিনি বলেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।’

বুলবুল আরো বলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোন নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’

বিজ্ঞাপন

আমিনুল ইসলাম বুলবুল বলেন, আইসিসির কাছে আমি কৃতজ্ঞ, তাদের থেকে ম্যানেজমেন্টের অনেক কিছু শিখেছি। তারা আমাকে বলছে— দেশের জন্য কাজ করতে। আমার সঙ্গে আইসিসির নির্দিষ্ট সময় নিয়ে কোনো চুক্তি নেই।

তিনি আরও বলেন, যেহেতু সময়টা অনেক কম। টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয়, ওয়ানডে হয় ৭ ঘণ্টার। আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি। একটা ভালো টি-টোয়েন্টি ইনিংস খেলবো, যেটা আপনারা অনেক দিন মনে রাখবেন।

নতুন সভাপতি আরও বলেন, ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে, যেটা আগামীকাল থেকে বাস্তবায়ন করবো।

আজ শুক্রবার বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। মূলত বিসিবির আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।

পড়ুন : বিসিবির নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন