বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহমানের রুহের মাগফেরাত কামনায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে সমন্বিত সরকারি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ এবং সাংস্কৃতিক অঙ্গনে অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর রাজৈর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি)। তিনি বলেন, “আনিসুর রহমান ছিলেন সত্য, ন্যায় ও সাহসিকতার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনা, ন্যায়ভিত্তিক সাংবাদিকতা এবং সংস্কৃতির বিকাশে তার ভূমিকা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।”
এ সময় তিনি প্রয়াত মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা, স্থানীয় সাংবাদিক সমাজ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
শেষে মরহুম আনিসুর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
পড়ুন: ঢাকা থেকে চুরি হওয়া ট্রাক যশোরের গ্যারেজ থেকে উদ্ধার, গ্রেপ্তার- ১
দেখুন: লাগামছাড়া জীবনযাত্রার ব্যয়, ঢাকা ছাড়তে চায় মানুষ
ইম/


