24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

সোমবার বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফের দাফন

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বর্তমানে বিদেশে অবস্থানরত তার মেয়ে দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।হাসান আরিফের মেয়ে রবিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফের দাফন

শনিবার উপদেষ্টা হাসান আরিফের মরদেহ নেওয়া হয়েছে তার দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্টে। বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা হয়েছে।

ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফের  প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

পরে, বেলা সাড়ে ১২টায় উপদেষ্টা এ এফ হাসান আরিফের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে সচিবালয়ে।

এর আগে, গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপদেষ্টা হাসান আরিফ মারা যান। হৃদরোগে আক্রান্ত হলে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার সময় তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৩টা ৩৫ মিনিটে চিকিৎসকরা হাসান আরিফকে মৃত ঘোষণা করেন।

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এনএ/

আরও পড়ুন: সারা দেশে শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

দেখুন: এডিবির ফাইল দেখিয়ে কি বললেন উপদেষ্টা হাসান আরিফ? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন