বছরের শুরুতেই নতুন সিনেমার পোস্টার নিয়ে হাজির হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। কারণ চলতি বছর তার বেশ ক’টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে আছে নতুন সিনেমার কাজও। সব মিলিয়ে ২০২৫ সালটা বেশ ব্যস্ত সময় পার করবেন এই চিত্রনায়িকা।

এদিকে, গেল বছর নভেম্বরে কক্সবাজারে শুরু হয় বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার দৃশ্যধারণের কাজ। মাঝপথে প্রকাশ হয় ফার্স্ট লুক, যেখানে হাজির হন সিনেমার নায়ক আদর আজাদ। এবার সামনে এলেন বুবলীও।
পোস্টারে ভিন্ন রূপে ধরা দিলেন অভিনেত্রী। স্কার্ফ দিয়ে আবৃত মাথা, চোখে রোদ চশমা, আর মুখমণ্ডল খাঁচার ভেতরে বন্দী। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে ঢেকে রয়েছে, যা তৈরি করেছে রহস্যের আবহ।

সিনেমার পরিচালক জাহিদ জুয়েল আগেই জানিয়েছেন, এতে বুবলীকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে।
প্রযোজক শিমুল খানও জানান, এমন বুবলীকে এর আগে কেউ দেখেননি।
‘পিনিক’ সিনেমায় আদর আজাদ ও শবনম বুবলী ছাড়াও অভিনয় করছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই। এটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এবং সহপ্রযোজনায় আছেন অভিনয়শিল্পী শিমুল খান। সিনেমাটি রোজার ঈদের মুক্তির কথা রয়েছে।
পড়ুন:পাকিস্তানে মুক্তি পেয়েছে রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’
দেখুন:শাকিব,অপু,বীর,জয়সহ ব্যক্তিগত জীবন নিয়ে যা বললেন বুবলী |
ইম/