মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) শিক্ষার্থীদের বৃত্তি টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে (ইএফটি) পাঠানোর প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত করতে কঠোর নির্দেশনা দিয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের মেধা ও সাধারণ বৃত্তি যথাসময়ে পেতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য MIS সফটওয়্যারে সঠিকভাবে এন্ট্রি ও সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ করে যেসব শিক্ষার্থীর টাকা ব্যাংক তথ্যের ত্রুটির কারণে ফেরত এসেছে, তাদের তথ্য সংশোধন করা জরুরি। সমস্যাগুলোর মধ্যে রয়েছে:
- ব্যাংকের নাম, শাখা ও রাউটিং নম্বরের ত্রুটি
- যৌথ/একক হিসাব সংক্রান্ত বিভ্রাট
- ইনঅ্যাকটিভ বা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট
মাউশি জানিয়েছে, আগের যেসব শিক্ষার্থীর তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত হয়নি, এবার তাদের তথ্যও নতুনভাবে এন্ট্রি করা যাবে। তবে সব ধাপ অনুসরণ করে তথ্য হালনাগাদ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, তথ্য ভুল বা অসম্পূর্ণ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। ৩০ নভেম্বরের সময়সীমা কঠোরভাবে মেনে বৃত্তির টাকা বিতরণ নিশ্চিত করতে হবে।
পড়ুন: ৯১ আসনে প্রার্থী ঘোষণা করল গণসংহতি আন্দোলন
আর/


