29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

মজুরি বৃদ্ধিসহ বেশ কিছু দাবিতে আবারও শ্রমিক অসন্তোষ

মজুরি বৃদ্ধিসহ বেশ কিছু দাবিতে আবারও অস্থিরতা তৈরি হয়েছে সাভার ও গাজীপুরের কয়েকটি কারখানায়। সাভারে ভাংচুর চালানো হয়েছে একটি কারখানায়। গাজীপুরে অসন্তোষের জেরে গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

মজুরি বৃদ্ধিসহ বেশ কিছু দাবিতে, সাভারে একটি সোয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বিক্ষুদ্ধরা ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকা মুখি সার্ভিস লেনে অবস্থান নেন। এ সময় পার্শ্ববর্তী একটি পোশাক কারখানা ভাংচুরেরও চেষ্টা চালায় তারা।

সকালে সাভারের উলাইল এলাকায় একটি সোয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। বেলা দশটায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাদের কাজের মজুরি কমিয়ে দিয়েছে।

এক পর্যায়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে শ্রমিকদের সড়িয়ে দিলেও, বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কের উলাইলে, সার্ভিস লেন বন্ধ করে দেয়।

রোববার রাতেও একটি কারখানার শ্রমিকরা, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে চারঘন্টা মাহাসড়ক আবরোধ করে বিক্ষোভ করেন।

এদিকে, গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একটি কারখানাতে শ্রমিক অসন্তোষের জেরে, একটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখেন তারা।

রোববার এক শ্রমিক ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে এমন খবরে, সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ রেখে মহাসড়কের পাশে অবস্থান নেন।

খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিরাপত্তার কথা বিবেচনায় ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, যেকোন সময় অস্থিরতা বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এনএ/

দেখুন: পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি বৃদ্ধি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন