রাওয়ালপিন্ডিতে বৃষ্টির আভাস ছিল আগে থেকেই। ভেজা মাঠের কারণে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের টস এখনো হয়নি।
আজ বুধবার (২১ আগস্ট) সকাল ১১টায় খেলা শুরুর কথা। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আউটফিল্ডে জমে থাকা পানি।
আর শুকাতে কত সময় লাগবে সেটি এখনও বলা হয়নি আয়োজকদের পক্ষ থেকে। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকার জন্যেও বেশ গুরুত্বপূর্ণ।
এখন পর্যন্ত ১৩ টেস্ট খেলে পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ১২টি ম্যাচ হেরেছে ও ১টিতে ড্র করেছে টাইগাররা।