27.5 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

বৃষ্টির কারণে পরিত্যক্ত অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা ম্যাচ

বৃষ্টির কারণে টসও পর্যন্ত হতে পারেনি। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়েছে। আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।

পরিত্যক্ত হওয়াতে আসরে শেষ চারের পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াই। অবশ্য এখনও সেমিফাইনালে ওঠার আশা আছে ‘বি’ গ্রুপের বাকি দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তানের জন্য।

করাচিতে আগামীকাল ইংল্যান্ড ও আফগানিস্তান একে–অপরের মুখোমুখি হবে। এ ম্যাচে যে দল হারবে, নিশ্চিতভাবেই তারা বাদ পড়ে যাবে। জয়ী দল নিজেদের শেষ ম্যাচটিও জিতলে সেমিফাইনালে ওঠার সুযোগ আসবে তাদের সামনেও।

এর আগে প্রথম ম্যাচে ইংল্যান্ডে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে এবং আফগানিস্তান হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। ইংল্যান্ড ও আফগানিস্তানের পয়েন্ট শূন্য। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ ম্যাচ জিতলে সেমিফাইনালে উঠবে, সেটা তো জানাই। গ্রুপের শেষ দুটি ম্যাচও যদি পরিত্যক্ত হয়, তখনো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাই উঠবে সেমিফাইনালে। তবে নিজেদের শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা হারে তাহলে আগামীকাল ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যারা জিতবে, তারা নিজেদের শেষ ম্যাচটি জিতলে উঠে যাবে সেমিফাইনালে।

পড়ুন : https://এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন