০৮/০৭/২০২৫, ১১:০৭ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১১:০৭ পূর্বাহ্ণ

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা আটক

ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ-এর সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে বেনাপোল ইমিগ্রেশন থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) ৬টার সময় ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করে।

শেখ রেজাউল কবিরের পাসপোর্ট নম্বর A00953915। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট গ্রামের মৃত মুকবুল শেখের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, পূর্ব তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছিল যে শেখ রেজাউল কবির ভারতে পালিয়ে যেতে পারেন। সেই অনুযায়ী ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়। বিকাল ৪টার দিকে তিনি পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাইয়ের পর তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য উঠে আসে এবং সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় দায়েরকৃত একটি মামলার (মামলা নম্বর-২১, তারিখ ২২/০৯/২০২৪) ধারাগুলোর মধ্যে রয়েছে: ১৪৩, ৩৪১, ৩৪২, ৩২৩, ৩০৭, ৩৮৬, ৫০৬, ৫০২—বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী।

আটকের পর শেখ রেজাউল কবিরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া জানান, “তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা থাকায় নিয়ম অনুযায়ী তাকে সেখানে হস্তান্তর করা হবে।

পড়ুন : ১০ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন