নিরাপত্তাজনিত কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভ্রমণ ভিসায় যাতায়াত সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার থেকে এই ব্যবস্থা চলছে। তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় ভারতে ঢুকতে পারছেন। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় পাসপোর্টধারীরাও নিজ দেশে প্রবেশ করতে পারছেন।
ওদিকে, পেট্রাপোল ইমিগ্রেশন কোনো ভারতীয় যাত্রীকে বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছে না।