মোংলা বন্দর থেকে বেনাপোলের সঙ্গে সরাসরি চালু হলো ট্রেন যোগাযোগ।
সকালে মোংলা বন্দরের উদ্দেশে বেনাপোল জংশন থেকে ৬০০ যাত্রী নিয়ে যাত্রা শুরু করে বেতনা এক্সপ্রেস। ট্রেনটি খুলনা থেকে ছেড়ে ৯টা ২৫ মিনিটে বেনাপোল জংশনে পৌঁছায়। সেখান থেকে সকাল ১০টায় যাত্রী নিয়ে মোংলার উদ্দেশে রওনা করে ট্রেনটি। খুলনা থেকে মোংলা পর্যন্ত ১৩৮ কিলোমিটারের এ রুটে মোট ৮টি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন।