২০/০৬/২০২৫, ১০:০০ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:০০ পূর্বাহ্ণ

বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২

বেনাপোল সিমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তৃতীয় লিঙ্গের ২ বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।

শনিবার (১০ মে) সকালে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে এপারের পৌছালে ধান্যখোলা বিজিবি ক্যাম্পের জেলেপাড়া পোস্টের বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে।

আটকৃতরা হলো- পাবনা জেলার গয়েশপুর উপজেলার জামালপুর গ্রামের করিম আলীর ছেলে জাহিদুল ইসলাম (২২) ও পাবনা সদর উপজেলার কুচিয়ামারা গ্রামের মোতাহার আলীর ছেলে জহিরুল ইসলাম (২২)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া ডিউটি পোস্টে কর্তব্যরত নায়েব সুবেদার শফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল জেলেপাড়া নামক স্থান হতে অবৈধ অনুপ্রবেশের সময় তৃতীয়লিঙ্গের ২বাংলাদেশী নাগরিককে আটক করেছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ৫ বছর আগে ভারতে গমন করেছিলো। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

পড়ুন: বেনাপোল বন্দরে আমদানি ও রপ্তানিতে সংকট

দেখুন: বেনাপোল দিয়ে আসছে না পেঁয়াজ, বাড়ছে দাম

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন