28 C
Dhaka
রবিবার, নভেম্বর ৩, ২০২৪
spot_imgspot_img

বেনাপোল স্থলবন্দরে ৫ দিন পর আমদানি রপ্তানি শুরু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল নয়টা থেকে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়।

বন্দরের ভেতরে পণ্য লোড আনলোড সহ সকল কার্যক্রম শুরু হয়েছে। টানা কয়েকদিনের ঘাটতি পুষিয়ে নিতে দিন রাত কাজ চালু থাকবে বলে জানান বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

উপট্রাফিক পরিচালক রাশেদুর সজীব নাজির বলেন, শারদীয় দুর্গাপূজায় পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ ১৪ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য আবার শুরু হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে। আজ সকাল সাড়ে ছয়টা থেকে প্রায় ১৫০০ জন পাসপোর্ট যাত্রী পারাপার হয়েছে।

উল্লেখ্য, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব ৮৪ কিলোমিটার। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ৬০০ থেকে সাড়ে ৭০০ পণ্য বোঝাই ট্রাক আসা যাওয়া করে।  শিল্প প্রতিষ্ঠানের কাচাঁ মালামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন